আমার ভেতর আমি বসবাস করি,
তুমি অথবা অন্য কেউ নয়!
আমার ভালো-মন্দ আমি বুঝি,
হেরে গেলেও, আমারই হয় জয়;
বিশ্বাস হয় গভীর ও অক্ষয়,
জেতার জন্য, কারো সাথেই বিক্ষোভ না রয়।


জয়ী হয়ে, বিজয়ী উপাধি;
ফলে মানুষ সব হয় অচেনা,
আমার জন্য আমি ভাবলে –
ক্ষমতা নেই কারো, করবে মানা!


অন্যের জন্য হাজার স্বপ্ন দিয়ে বুনে,
আমার স্বপ্ন রয়ে আছে অপূরণ;
ভাবায়, কাঁদায়, ক্ষনে ক্ষনে,
পাথর হয় অনুভূতি, নিথর আমার প্রাণে।


আমি যে আমারই. . .
হেরে যাই আর জিতে যাই,
তবুও, আমি আমারই।
যতোই কেউ আসুক আর ভিড়ুক,
রয়ে যাবো শুধু আমারই. . .
লাভ নেই ভেবে, কে কি ভাবে,
আমার সবকিছুই তাই বলে চলি, সরাসরি!!