ঘোরের মাঝে আমি থাকি
যেখানে সেখানে করে মাতামাতি,
তোমাকে টানি অযথা ও যখন তখন
স্বপ্নে, ঘুমে ও কল্পনায়, দিয়ে স্বীকৃতি;
তা নিয়ে আজ হয়ে আছে ক্ষিপ্ত, সমগ্র প্রকৃতি।।


আমায় দেখে ঘোরের মাঝে
দিয়ে যায় উঁকি অন্যের কথন, সকাল সাঁঝে।
কল্পনাকে যদি বাস্তবেরই সাজে
না করলে রূপান্তর, নেই কোন কাজে;
তাই আমি ব্যর্থতা নিয়ে একা
লিখে যাই – মনের অব্যক্ত সব কথা
কাগজের প্রতিটি ভাঁজে ভাঁজে।।