রাত গভীর থেকে গভীরে
আঁধার ঘন হয়ে আরো ঘনত্বে,
আমি আছি একলা বসে
মাটির গড়া চার দেয়ালের মাঝে,
কোন সে ভাবনায়??
কার মনের মায়ার আকাংখায়??


কতো মুখ কল্পনাতে এসে এসে
দিয়ে যায় দেখা, ভেসে ভেসে!!
আমি ভেবে, যাই শুধুই হেসে,
আসলে – নেই যে কেউ আমার পাশে;
নিজেকে নিয়েই যে আছি দাঁড়িয়ে
একা আমি, জানবো তাই শেষে
স্তব্ধতার মাঝে নীরবতার বেশে।।