শিক্ষা??
পূর্বের ইতিহাসে, ঘুরতো মানুষ
এখানে সেখানে, নিতে কারোর দীক্ষা।
আজকাল যা প্রদান করতে
অনেক মানুষ, করে চলেছে ভিক্ষা।


যেখানে একসময়,
শিক্ষা গ্রহনের প্রতি দেখা যেতো
ধৈর্য ও প্রতীক্ষা;
কিন্তু, এখন শিক্ষা নিতে ভিক্ষা দিয়ে,
শুরু করি না জেনেই, নিতে ব্যস্ত
একে অন্যের পরীক্ষা!


এটাই কী ছিলো তবে শিক্ষা,
কীভাবে করতে হয় পরীক্ষা?


পরীক্ষা দিয়ে ও নিয়ে হারালাম
গতিতে বাঁধা যতো ছিলো
ধৈর্য ও অপেক্ষা,
তাই দিশেহারা হয়ে খুঁজতে থাকি
জীবনে শিক্ষার ব্যাখ্যা,
ব্যর্থতাকে ঢাকতে
বুঝাতে চাই সবাই অভিনয়ে –
“ শিক্ষা করেছে রক্ষা “ !!