হারিয়ে গেছে সব. . .
যতো ছিলো এই পৃথিবীতে, মানুষের মাঝে;
ভালোবাসা, বিশ্বাস আর অনুভূতি।
দলে দলে খুঁজে ফিরে, মিলে না দেখা –
সুখ, শান্তি ও আনন্দ :
হারিয়ে যে গেছে সবই।


তড়িঘড়ি করতে গিয়ে
হারিয়ে ফেলেছি সব;
অর্থের জোরে, ভান করে যাই সবখানে,
সুখে-শান্তিতে, আনন্দে আছি ভরপুর।


হারিয়ে ফেলে সব,
বিশ্বাস যা মনে ছিলো, সাথে
সমস্ত অনুভূতি ও ভালোবাসা;
ক্ষনিকের ভালো লাগাকেই, ভুল বশত
টেনে আনি কাছে,
নিঃসঙ্গতায় হয়ে অসহায়।


জন্মসূত্রেই মালিকানা পেয়েছিলাম,
হারানো সম্পত্তিগুলোর,
কিন্তু; নাম মাত্র’ই যে ছিলাম!
কখনোই দেখিনি, কখনোই বুঝিনি,
তবুও যে ফেলেছি হারিয়ে;
আর তাই, যা দেখি তা-ই ভাবি –
নিজেরই মনে করে, কাছে শুধু টানি,
পেয়ে যাই তারপর ব্যথা,
ব্যথিত মনে লিপ্ত হই তখন
গুপ্ত সব সুপ্ত অন্যায়ে।।