আমার এই মন
অবুঝ অশান্ত, সারাক্ষন,
থাকতে চায় ছায়া হয়ে
তোমার পাশে, প্রতিক্ষন।
বড্ড বেহায়া!! আমার এই মন!!


মন,
ঘুরে বেড়ায় গহীনে যতো আছে বন,
সবখানেই যে সে করতে চায় বিচরণ;
ভালোবেসে করতে চায় সবাইকে আপন,
জেগে থেকে পেরিয়ে যায় পিছু, নিদ্রাযাপন।।


পাগল আমার এই মন,
না খুঁজে ফিরে লুকানো সব গুপ্তধন,
অন্যের মুখে হাসি টানতে করেছে যে পণ;
মানুষের মাঝেই যে আছে, মানুষেরই সব সুখ রতন,
যদি কেউ প্রাণ খুলে করে চলে অন্যের যতন।।


কেমন আমার মন??
দেখায় শুধু, তোমায় নিয়ে সহস্রাধিক স্বপন,
অযথা, অবেলায়, অসময়ে, যখন তখন।।