পৃথিবীর মাঝে এসে
পেয়েছি আবার, আমার নিজের জন্য,
আমার দ্বারা পরিচালিত আরেক পৃথিবী!


এখানে কেউ কবি, কেউ তোলে ছবি,
কেউ কেউ বসে বসে শুধু ভাবি,
আবার, কেউ কেউ পাহারায় সিন্দুকের চাবি;
কিন্তু, আমার পৃথিবীতে
আমি যেন – নিজেই সবই!


আমার পৃথিবীতে, আমার মাঝেই
আমি এতো কিছু পেয়ে,
ছেড়ে দিয়েছি, জোর করে কিছু পাওয়ার দাবী;
হেরে হেরে শিখেছি আমি,
পাওয়া হয় না কিছুই, যদি হই লোভী!


আমার পৃথিবী, শিখিয়েছিল আমাকে,
শুধু অন্যের জন্য যেন ভাবি;
তবেই নাকি, পাবো আমি সব,
যা করেছিলাম অন্যের জন্য দাবী।
ভুল ছিলাম!
তাই শুধরে নিয়েছি,
বসে বসে শুধু এখন নিজেকে নিয়ে ভাবি!!