ভুলে গড়া জীবন আমার,
ভুলের মাঝে তাই থাকি মেতে।
ভুলের মাশুল দিয়ে দিয়েই, আবার -
ভুলকে টেনে কাছে, সুখ চাই পেতে।


ভুল ছিলো ভালোবাসা,
ভুলের স্বীকারে, চ্ছিন্ন হয় আমার সব আশা!
ভুলে ভুলে আপন করি পর,
ভেঙ্গে খুচরো পয়সা;
এতো ভুল করে, ভুলের খোঁজ করে করে,
পাইনি খুঁজে আজও, ভুলের কোথায় বাসা!


ভুল ছিলো সব ঘুমের ভেতরের স্বপ্ন,
ভুল করে করেছিলাম প্রকাশ,
আর তাই -
ভুলগুলো সব অন্যের কাছে, পরিণত রত্ন;
ভুল করে আমার স্বপ্ন নিয়ে গেলেও,
কেউতো জানেনি,
কি করে করতে হয় সেই ভুলেদের যত্ন।।