আমি শুয়ে শুয়ে তারা গুনি,
ঝিঁঝিঁ পোকার ডাক শুনি,
কোথাও কোন কোলাহল নেই,
আছে শুধুই প্রকৃতির ধ্বনি!!
রটিয়ে যাই অজান্তে তাই
অস্ফুট কতো বাণী।


তারা খসে,
ঝিঁঝিঁ –রা ছোটে,
কি বুঝবো যে
তা নিজেই যেন না জানি!!
গাছে গাছে চলছে, শুনছি
পাখিদের কানাকানি।।