জানি আমি. . . .
একদিন আসবে তুমি,
বাসবে আমায় ভালো,
কান্না ভেজা চোখে দেখবে,
আমার মুখ, আর
আঁধারের মাঝে আলো।


মনে রেখো সেই দিন,
কষ্ট ব্যথা যতো আছে
আর পরবে না তোমার মনে।
ফেলে আসা সব ভালোবাসার স্মৃতি
ভাসবে চোখের পর্দায়,
আবেগ ভরা সহানুভূতি
দুঃখ ভুলে গিয়ে যেন ঘুচায়।


আসছে একটি দিন. . . .
ক্ষমা পাবো, মুক্ত হবো,
ভোলাবো তোমায়,
যা আছে তোমার নিকট ঋণ।


রাগ অভিমান যতোই থাকুক
পারবে না তুমি আর রাখতে;
আর সেদিন –
পারবে কি তুমি
ক্ষমা না করে আমায়, তোমায় রুখতে??