আর হাঁটবো না তোমাদের রাস্তায়;
এইতো আর ক’টা দিন মাত্র।
অদ্ভুত এই আমাকে আর দেখবে না
নীল জিন্স পরে এগিয়ে যেতে,
বাসার কিছুদূর এগিয়ে সিগারেট ধরাতে।


কেউ বলবে না আর মুখ লুকিয়ে
আগে পিছে কোন কথা, কিংবা গোপনে,
ঘুমের নেশায় মত্ত আমাকে নিয়ে
মেতে উঠবে না কেউ আর,
কেউ আর তাকাবে না ঘৃণার চোখে,
হাসি ফুটবে সবার মুখে।


আমার গানের গলায়, বখাটে সুরে
কেউ আর যন্ত্রণা চাইবে না দিতে,
ফিরে আসার পথে থাকবে না
আর কেউ দাঁড়িয়ে
মনে মনে বিপদ আশংকা, আমার জন্য চেয়ে।


আর থাকবো না তোমাদের আশেপাশে,
জ্বালাবো না আর রাত দুপুরে।


এইতো... আর কয়েকটা দিন মাত্র...