কেউ কি আমরা পারবো বলতে,
“ লজ্জা “ কি?
কেন বা কিসে ভর করে আসে?
কবে অথবা কোন সে মাসে??


অনেকে পায় লজ্জা –
করতে গিয়ে অন্যকে কব্জা,
তাই করে চলে, অর্থহীন সাজ-সজ্জা;
পরে একদিন সজ্জার অন্তরালে মিলে যায় দেখা,
আর তারপর শুনতে হয়,
নিজেকে করেছি অন্যের ঘাড়ে, হয়ে বোঝা!
আবারও তখন যেন ............... লজ্জা!!


কেউ কেউ আছে,
নেই লজ্জা, নেই সজ্জা, নেই মুখে কোন দরজা;
অন্যের লজ্জা দেখতে থাকে,
আড়ালে ও গোপনে, এতেই যেন তারা পায় খুব মজা,
তাই তাদের স্বপ্ন, স্বপ্ন হয়েই থাকে,
প্রকৃতির কাছে পেয়ে সাজা।।