বাস্তবতা একটু ভিন্ন...
একই গৃহে সবাই হয়ে ছিন্ন ছিন্ন,
তাতেই যেন আমাদের হয়েছে ধন্য,
সমাজে অর্থ –এর জোরে
হতে চাই একে অন্যের তরে
নগণ্য রূপে, জঘন্য করে নিজেদেরকে গণ্য।


বাস্তবতা এখানে একটু ভিন্ন...
মানুষ আমরা লালস্যে গড়েছি,
নিজেদের করে, গড়ে যন্ত্র পণ্য।
মানুষ মানুষের নেই আর,
মানুষ এখন শুধুমাত্রই যেন অর্থের জন্য।।