রাজকন্যা আজ আমার পাশেই বসে
তবুও... ধুক ধুক বুক,
নীরবে শুধু যাচ্ছে পেরিয়ে
সময়, খসে খসে।
আড়চোখে লুকিয়ে দেখছি
মুঠোফোনে দৃষ্টিপাত করা তার মায়াবী মুখ।।


রাজকন্যা আজ আমার পাশে,
বহুদিন পর কথার আবেশ,
শেষ যেন কবে আমরা ছিলাম একসাথে?
নীরবে কাটানো আলাপের রাত,
কথায় কথায় কতো যে ফুটেছিলো সুপ্রভাত!!


আমার লেখার রাজকন্যার সিংহাসন,
আমিই দিয়েছিলাম তাকে করতে প্রতিপালন।
আজ দিগন্তজুড়ে তার বিস্তার চলন,
কতো শহরে শহরে তার দেয়া শতো বারণ,
নিঃশ্চুপ থেকেই কী তবে কাছে টানতে হবে মরণ!!