কষ্ট ছাড়া আর কি দিয়েছি?
তবু কেন এতো মায়া তোমার?
কেন শুধু পেতে চাও কাছে?
আমি জেনেছি, শিখেছি
আর এটাই শুধু পারি, তাইতো তোমাকে শুধু ছাড়ি।


পেয়ে আসছি, শুনে আসছি,সেই কবে থেকেই
সবখানে কষ্ট আর শুধু কষ্ট।
দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত ব্যথা সর্বত্র,
যারা আমায় ভালোবেসে ভাবে পবিত্র।
আঘাত পেয়েও চায় না যেতে
আমার মধ্যেই আবার উঠে মেতে,
চায় তারা আমাকেই পেতে।।


       কষ্ট দিয়ে
       কষ্ট পেয়ে,
খুঁজে পাই সুখ কষ্টের গানে,
আবেগ দিয়ে গাই মনে প্রাণে।
ভালোবাসা আমার শুধুই কষ্ট
দৃষ্টি তোমার বলছে স্পষ্ট,
দেখেও আমি দেখি না কিছু,
কষ্ট নিয়ে ছুটতে চাই না আমি
             আর তোমার পিছু।।


কষ্ট আজ হাসায় আমায়,
     দেখায় আলো জলের ছায়ায়।
আমায় দেখে লোকে বলে,
     মাথার সব তার আমার গেছে ছিড়ে
      একাই আমি এতো ভীড়ে।
কেউ পেলো না আজও আমার কোন সূত্র,
তাই শুনেছি অনেকেই আমায় ডাকে
    " কষ্ট দেবতার নষ্ট পুত্র "।।