আমি জানি. . .
আমি অনেক খারাপ;
করেছি হয়তো অনেক পাপ,
তাই লেগে আছে –
কারও কারও মনের অনেক কু-প্রলাপ!
যদিও কখনোই বলিনি,
- আমি এক নিষ্পাপ।


খারাপ মানুষ যখন,
খারাপ আমার সব
জেগে থাকা রাত;
জেগে থেকে ভোর দেখে
নিজেকে জানাই – কলঙ্কিত সুপ্রভাত,
আর তারপর . . .
ঘুম-কে করি আপন,
হয়ে বিছানায় কুপোকাত।


দুপুরের আড়ালে, জেগে উঠি, গুটি গুটি,
শুভেচ্ছান্তে জানাই, বলে – মোটামোটি!
বিকেলে সূর্যাস্তে গল্প জুড়াই, বিছিয়ে পাটি;
রাত নেমে আসতেই, আবার তোমাকে ভাবি. . .
আর তারপর বলি – দিন যে হলো মাটি!!