স্বপ্নগুলো শুধুই আমার...
নয়তো অন্য কারো;
ঘুমোতে দেয় না, তাই –
চেয়ে চেয়ে দেখি,
চোখ বুজলে শুধু যেন
অন্ধকার রাত্রি।।


স্বপ্নগুলো শুধুই যে আমার,
আশা নিয়ে আছে বসে
পূর্ণ হবার প্রতীক্ষায়।
একে একে এড়াতে সব বাঁধা,
কতো জলে কাঁটি সাঁতার,
ভ্রান্ত হয়ে খুঁজে ফিরি
কল্পনারই বাস্তবতায়।।


স্বপ্নগুলো হয়তো ছিল আমার,
কিন্তু; আমি যে আছি দাঁড়িয়ে
পা দু’টি ফেলে, দু’পাশে দু’টি ভাঙা নৌকায়;
একটি তরী যদি, এখন দেয় কেউ ভাসিয়ে,
ডুববো যে জলে শুধুই আমি, সব কষ্ট মাড়িয়ে –
স্বপ্ন আমার সবই যে যাবে তখন হারিয়ে।।