দেশ??
যাকে ঘিরে মানুষের মনে
গর্বের নেই শেষ।
প্রাণের বিনিময়ে গড়া হয়েছে, তাই –
সুধাই অফুরন্ত বেদনার রেশ,
জড়িয়ে মায়ার আবেশ।


আমি’তো জেনেছি, যা দেখে চলেছি ও শুনছি,
মানবজাতি এসেছিলো ধরায়,
সমগ্র ভূ-খন্ডে বিচরণ করতে, পেয়ে আদেশ।


কিন্তু; এখানে দেখি এখন আমি হয়ে অবাক,
সমগ্র পৃথিবীর নাগরিক মোরা –
এ যেন শুধুই এক উপদেশ।


দেশ বাঁচাতে উৎসুক আজ সবাই,
পৃথিবী’কে টুকরো করে
মাটির প্রতি মোরা ভালোবাসা দেখাই!!
এই সম্মান কি নয় তবে অযথাই??


ইতিহাসের পাতায় পাতায়
উৎপত্তি যতো দেশ;
পেয়েছি খুঁজে শুধু, মানুষ মানুষের প্রতি
করেছে হানাহানি ও হিংসা বিদ্বেষ!
প্রমাণ করেছি জীবন দিয়ে, সমগ্র ভূ-পৃষ্ঠের
দায়িত্ব মোরা পালনে ব্যর্থ অবশেষ।


নিজেরাই দিয়ে জীবন, নিজেদের বেঁধে ছোট্ট সীমানায়,
উত্তর খুঁজি বিধাতার নিকট, -
কেন এসেছি ছোট ছোট গোত্রে,
বেঁচে থাকার আশায়??