পৃথিবীর সব কিছুতেই আজ জড়িয়ে আছে অর্থ,
যা মানুষের বেঁচে থাকার জন্য নাকি, একমাত্র সামর্থ্য!


সৃষ্টি ধ্বংস করে সৃষ্ট অর্থে,
বেঁচে থাকতে চাই কোন সামর্থ্যে??


অর্থ যেখানে নিজেই একটি পাপ,
তবে, কেন দিয়ে চলি –
পাপ দিয়ে, পাপ করে, একে অন্যকে অভিশাপ??


অর্থ সৃষ্টি হয়ে, প্রচলিত হয়
রুখতে মানুষের মনের ভাঙন,
যার প্রয়োগ শুধুমাত্র ছিলো, হিংসা-বিদ্বেষ ভুলে
রাঙাতে নিজ নিজ অঙ্গন।


কথা দিয়েছিলো মানুষ,
করবে ব্যয় অর্থ
পেতে নিজের মুঠোয়, যা আছে দুষ্প্রাপ্য।


অর্থের খোঁজে মানুষ আজ
ক্লান্ত হয়ে ব্যর্থ,
হারিয়ে ফেলেছে গতি ও দিশা,
ভুলে গেছে যেন নিজেরাই আজ
মনুষ্যত্বের অর্থ।


অর্থের তবে – কী আছে অর্থ?
যেখানে লোভ আর হিংসা
খুঁজে পেলো স্বার্থ?
যার অভাবে এখন পথিক মরে, হয়ে তৃষ্ণার্ত?
তবুও, চাই শুধু - যন্ত্রের মন্ত্র,
অর্থ, অর্থ আর অর্থ।


অবশেষে পরিণতিঃ
পদার্থ পরিণত হয়ে অপদার্থ ।।