চার দেয়ালের মাঝে আমি আছি বসে,
বিছানার এক প্রান্ত ঘেঁষে,
নিস্তব্ধ এক আবেশে,
অনুভূতি খুঁজে পাই না এখন, সেজেও কোন বেশে;
সেই আবেগের মানুষগুলো –
জানি না লুকিয়ে আছে কোন দেশে!!


অপেক্ষার শেষে আজ পাইনা কারো চিঠি,
শূণ্যস্থানে ফেলে রেখেছি দৃষ্টি,
কেউ আসে না, কেউ ভাসে না,
জড়াতে চায় না অনুভব লেপন,
দেখতে পারে কি কেউ এখন, চোখ বুজলেই স্বপন??


অশান্ত মন...
তবুও, আশায় পেয়ে দীক্ষা,
পেতে চাই আরো শিক্ষা,
নিজেকে আর করতে চাই না রক্ষা,
হোক ব্যাধি, মৃত্যুর জন্য, কম হলেও যক্ষা;
চুমুক দিবো তৃপ্তি নিয়ে, যেন রসে গড়া দ্রাক্ষা!!