বৃষ্টির আশায় বসে থেকে থেকে,
হিমেল বাতাসে এই মন যেন, মগ্ন হয়ে মেতে,
কতো গল্পের সীমানা ঘেঁষে,
জোনাকীর আলোয় পথ দেখে দেখে,
ফিরে আসি, ঘরে।।


মেঘলা আকাশ, নির্জনতার প্রকাশ
আকাশে, বাতাসে, স্তব্ধতার আলোড়ন;
নেই যে কোন মেঘে মেঘে, সংঘর্ষ ও বিস্ফোড়ন,
তারপরও রেখেছি ধৈর্যের সঙ্গে অপেক্ষাঃ
জানি যদিও, পাবো না খুঁজে – এর কোন ব্যাখ্যা।।


হাওয়ার বেগ বেড়ে যায় যখন
ঘরের পাশে থাকা গাছের পাতা
টিনের চালে দিয়ে যায় দোলা;
আশার মাঝে যেন আরও প্রত্যাশা
বেড়ে গিয়ে দ্বিগুনে,
বর্ষণ মুখর সময় জেনেও, বৃষ্টি
কেন আছে তবে থেমে??