কথা কিনবি?? কথা???
হরেক রকম কথা বেঁচি,
কথা বেঁচে, রাতকে আমি ঘুচি।
এক শব্দের কথা প্রতি
হাজার টাকা পাই,
নিয়ে দিয়ে, হেটে ফিরে__
অন্ধকার আসবে তাই
ঘুমকে আমি তাড়িয়ে দিয়ে;
শুধু কথার ব্যবসা যাই চালিয়ে।।


কথা কিনবি?? কথা???
হরেক রকম কথা আছে,
অনেক কথার ধরণ আছে!!
পাগলের কথা, ছাগলের কথা,
আছে আবার পেঁচের কথা,
অনেক কথার মায়াও আছে;
কথার নিজেরই আবার অনেক কথা আছে।।


আকাশের কথা,
বাতাসের কথা,
পাখিদেরও কথা আছে।
পচ্ছন্দ হলে বলিস আমায়,
আমার কথার যে দাম আছে!
কথায় কথায় আমাকে তুই
করিস অবহেলা;
মনে রাখিস,
কথা আমি বেচে চলেছি
করতে নয় কথার খেলা।।


কেমন কথা কিনবি তুই,
বলে ফেল আগে ভাগে?
কোন কথা কিনে পাবি তুই সুখ
মনেতে যখন বিষন্ন জাগে?
প্রেমের কথা, কষ্টের কথা,
নাকি চাস্ ছাড়াছাড়ির কথা?
তাড়াতাড়ি বল, স্টক সীমিত,
পাবি না সময় ফুরিয়ে গেলে!!


কথা শুধু কিনতেই পারবি,
পারবি না ফেরত দিতে;
ফেরত দিতে আসলে পরে যে
জড়াতে হবে তোকে কোন মৌন ঝড়ে।
ভেবে চিনতে কিনিস কথা...
ভুল কথা কিনলে পরে
ঠকে যাবি জীবনের তরে;
গড়তে হবে ঘর তখন
শুণ্য এক বালুচরে।।