জলের উপর কচুরিপানা...
কারণ??
এদের নিজেদেরই অজানা,
স্রোতে ভেসে বেড়ায় ঘুরে,
হয়ে আনমনা;
কখনো মিলে দেখা
ঝাঁকে ঝাঁকে,
কখনো দেখি একাকী,
নদীর কোন এক বাঁকে!!


বর্ষা কালে এদের দেখা মেলে –
অজস্র আকারে,
খালে বিলে ঝিলে,
বংশের বৃদ্ধি ঘটায় এরা দ্রুত
সকালে বিকালে;
নৌকার হাল যায় এঁটে,
শক্তি হারিয়ে যায় পালে।।