আমার জন্য যদি আমি নিজেই ভাবি
তবে, বিধাতা ভাববে কাকে নিয়ে??
ভালো কিছু অন্যের জন্য ভাবলে পরে,
নিজের জন্যে আর কোন প্রকার বিপদ না রবে!


আমরা মানুষ. . . মানুষেরই জন্যে।
আমাদের চাওয়া, পাওয়া, সুখ-দুঃখ, ভালোবাসা –
এই সবই শুধুমাত্র আছে
আমাদের নিজেদের মতন, অন্য সব মানুষের তরে।


আমরা সবাই তবুও শুধু,
বিধাতার নিকট অনবরত চাই;
কিন্তু, কেন জানা স্বত্বেও শুধু চেয়ে যাই?
সবকিছুই যখন অন্য মানুষের কাছে পাই,
তবে কেন –
বিধাতাকে করি জ্বালাতন, অকারণে অযথাই?


বিধাতাকে কেন করি জ্বালাতন??
নিজেরা নিজেদেরকেই যখন করি
এতো অবহেলা ও অযতন;
সবাই আমরা যেখানে, নিজেরা নিজেদেরই মতন,
তবুও – কেন করে চলি
অযথা অন্যের গুণগান ও কীর্তন??