শ্রীরামকৃষ্ণ পরমহংস কৃপা ধন্য,
কিংকর্তব্যবিমূঢ় ঊনবিংশ তারুণ্য!
সর্বশ্রী ষোড়শ শিষ্য নবীন সন্ন্যাসী,
পরম পথ্য শাশ্বত সত্য উপলব্ধি-
আনন্দে লভিল শুদ্ধ অতীন্দ্রিয় সিদ্ধি,
জাগতিক মোহ ত্যাগী হলো মঠ বাসী!
অতন্দ্র পরিব্রাজক যুবক নরেন্দ্র,
সমগ্র ভারত ভ্রমি পৌঁছান পাশ্চাত্য-
করিতে প্রচার প্রাচীন ভাষ্য বেদান্ত,
"বৈচিত্র্যে ঐক্য দেখো সর্ব ধর্ম একত্র"!
অপূর্ব বাগ্মীতায় পাশ্চাত্য বিশ্ব মুগ্ধ!!
বিশ্ব-মহাপুরুষ স্বামী বিবেকানন্দ-
পুনঃ প্রতিষ্ঠিত করেন বেদান্ত সত্য,
"রামকৃষ্ণ মিশন" উদাহরণ খ্যাত!
               --০--


আজ সেই ১১ই সেপ্টেম্বর, ১৮৯৩ খ্রীষ্টাব্দের এই দিনে স্বামীজীর শিকাগো বিশ্ব ধর্ম মহা-সম্মেলনে ঐতিহাসিক ভাষণ দিবস!