মা গো . . .
কোথায় তুমি আজো অবধি ?
খুঁজে ফিরি মাতৃ উপলব্ধি !


আছো কি মা- ঐ আকাশ মাঝে?
তারায় তারায় দৈব কাজে -
নাকি সূর্যলোকে সূর্যতেজে -
চাঁদের দেশে চন্দ্রমা সেজে!
প্রকৃতির ঐ মাঝে আন্দাজে -
তোমার আভাস পাই খুঁজে!


তোমার অদৃশ্য আঁখিজোড়া -
সদাই যেন আশিস ঝরা,
এক নয়নে চাঁদের শোভা -
আর নয়নে তেজের আভা,
চন্দ্র-সূর্যের স্নেহ-শাসন,
এরূপ থাকে অঙ্গে লেপন!


সূর্যি মামার আলোক রশ্মি -
উত্তাপে ধায় যতো আলস্যি,
চাঁদ মামার চাঁদনী মাসী -
অভয় টিকা পড়ান আসি,
মামার মাঝে মায়ের খুঁজে -
মা-মা'র স্নেহে স্নাত আমি যে!


আঁধারে উদয় ঐ চন্দ্রমা -
ঊষায় উষ্ণ আলো প্রথমা,
তাঁদের দেখিয়া মেলি আঁখি -
অনুভবে পাই দিব্য বাক্যি -
"হে বৎস, সহাস্য উচ্চ শিরে -
সুদৃঢ় রাখিও আপনারে"!


তোমারই অদৃশ্য আশিসে -
দুরূহ কর্মে নিয়মিত সে,
অমরত্বের আশায় ভাসে -
দৈব সাহসে কর্ম বিশ্বাসে,
কঠোর শ্রমের কর্ম পাশে -
সদাই রইব হেসে-হেসে!


দাও গো মা আশীর্বাদ শত -
হই যেন বিশ্বময় খ্যাত,
সর্বময় মোর শ্রী-কীর্তন -
হয় যেন তাঁদের মতন,
হয়েছে যাঁরা পৃথিবী সেরা -
আপন আপন কর্ম দ্বারা!


আশীর্বাদ এই করো মোরে -
সকলেই যেন প্রেম ডোরে -
বাঁধা থাকে আপনাকে ঘিরে!
সন্তান যথা মাতৃ আদরে,
পতি, - পত্নীর অশ্রুর নীরে -
নিত্য আশ্রিত নারীর নীড়ে!


কৃপা করো মা তব সন্তানে -
সংসার ধর্ম ব্রত পালনে-
রহি যেন সুস্থ্য দেহ-মনে,
বধূ লক্ষীর প্রেমের দানে -
সন্তান-সন্ততি আগমনে-
পরম্পরার এ আয়োজনে!


প্রেম-শ্রদ্ধা-স্নেহ সর্বস্তরে -
সর্বদা বিলাই অকাতরে,
অনুজ স্নেহতরে আদরে-
অগ্রজ শ্রদ্ধাভরে স্ব-শিরে,
সম বয়স যে অধিকারে-
সম্মোধন করি মিত্র স্বরে!


ইহাই জীবাত্মার প্রকৃতি-
তাতেই পরমাত্মার তৃপ্তি,
প্রার্থনা পাবে পূর্ণতা প্রাপ্তি-
মায়ের চরণে এ মিনতি!
          --০--


স্বর্গীয় শ্রীমায়ের চরণে আমার কাব্যরূপ প্রার্থনাময় "আশীর্বাদ" -
আমার অনুজ ভাতৃদ্বয়-
রাজীব লাল দাশ ও চুনীলাল দাশ,
উভয়ের উপরও যেন সমান অনুপাতে বর্ষিত হয় !!