বাংলার আকাশে বৈশাখীর সূর্য হাসে -
বাঙালিরা উল্লাসে নববর্ষ দিবসে!
সকালে সকল মঙ্গল শোভা যাত্রায় -
উৎসবে মুখর নগর গ্রাম বাংলায়!
খোলা মাঠে মেলা বসে পান্তা ও ইলিশ -
জিহ্বার লালসে বাঙালির ইসপিস...!
বঙ্গ ললনার আজ বৈশাখীর সাজ -
বাহারি শাড়ী ও খোঁপায় ফুলের তাজ!
যুগলেরা আজিকে বৈশাখে আত্মহারা -
এ যেন বাঙালির ঐতিহ্য পরম্পরা!
কবিরা কবিতায় চিত্রকর আঁকায় -
সংগীতের নৃত্তে চিত্তে মূর্ছনা জাগায়!


পহেলা বৈশাখ যেন বাঙালির প্রাণ -
বছর ঘুরে আসুক ফিরে এ আহ্বান!
                --০--