অর্থ অর্জনে সবাই স্বাবলম্বী হয়-
অর্থের স্বার্থে মানুষ আয়ুষ্মান রয়,
সংসার-পরিবার-সমাজ-রাজনীতি-
বৈশ্বিক সমস্যা সমাধানে অর্থনীতি!
ধর্মের আহ্বানে জনগণ সমবেত-
ধর্মীয় সত্যে হয় আত্মিক সুখ প্রাপ্ত!
বিজ্ঞান সাধনে মর্ত্যে রহস্য সন্ধানে-
বিশেষ জ্ঞানে মানব প্রকৃতিকে জানে!
সংস্কৃতির আয়োজনে বিশ্ব-ভাব ভাষ্য,
সুস্থ সংস্কৃতি চর্চায় মানসিক হর্ষ!


অর্থে বৈষয়িক উন্নতি ধর্মে আত্মিক,
বিজ্ঞানে প্রকৃতি সংস্কৃতিতে মানসিক!
উপরিউক্ত চার পথের সমন্বয়ে,
সত্য প্রকাশে নিত্য বিশ্বাসে ক্রমান্বয়ে!
                  --০--