আশ্রমে-মন্দিরে স্থিত শ্রীবিগ্রহে ভগবৎ-ব্রহ্ম,
প্রত্যহ দর্শন দন্ডবৎ-প্রণাম শাস্ত্রীয় ধর্ম!
ব্রহ্ম-মুহূর্তে জাগি ধ্যানী দর্শন ও মঙ্গলারতি,
শ্রীবিগ্রহরূপ পরমাত্মায় করজোড় প্রণতি!
ক্রম কর্মে জীবাত্মারূপ শ্রীদর্পন করি মার্জন,
শ্রীমদ্ভগবৎ রসামৃত পাঠ করিয়া শ্রবণ!
পাঠ শেষে মহা-প্রসাদ অমৃত করি আস্বাদন,
প্রসাদ গুণে দৃষ্ট হয় দেহ-মনে ইষ্ট বোধন!
সায়াহ্নে সন্ধ্যা-আরতি নৃত্য-গীত ভজন-কীর্তন,
অন্তে শ্রীগীতা পাঠে বৈদিক কর্ম হয় সমাপন!


বৈদিক আচরণে জনে-জনে জীবাত্মার উন্নতি,
জীবাত্মায় হয় পরমাত্মার নিত্য স্বরূপ প্রাপ্তি!
জীবাত্মারূপ মার্জিত দর্পনে পরমাত্মা দর্শনে,
স্বীয় শুদ্ধ প্রতিবিম্ব সহাস্যে একাত্মায় সমানে!


                    --০--