হে ধর্ম! তোমার কৃপা পাই নাকো স্বামী,
দিবাযামী শুধু মনোবলে বলী আমি!
ভাগ্য প্রসন্ন মোর, কর্মে আচ্ছন্ন ঘোর -
প্রতিপদে রোধে হিংস্র মানস অসুর।
অহরহ তৎপর আপামর জনতা -
শুভ লগ্নে বিঘ্ন দানে আসুরিক বার্তা,
পৌঁছায় জন-মনে মূর্খের মৌন মন্ত্রে -
হিংসার যজ্ঞে অহং অনল একত্রে,
লেলিহান শিখায় পুড়ায় ধর্মপ্রাণ -
স্বতন্ত্র সত্যে যাঁরা মর্ত্যে চির অম্লান,
সমাজ-সংসার মাঝে সে একাকী রক্ষী -
স্থির দন্ডায়মান, ঐ ঊর্ধ্বে নেত্র রাখি -
বিশ্ব-প্রকৃতির যোগে একাত্ম হইয়া,
ধর্মের সূত্রে লয় আপনারে গাঁথিয়া!
                --০--