আপনার ধ্যানে রত স্ব-স্ব নিত্য ব্যস্ত,
এইরূপ মোহে রহে শুধুই কি স্বার্থ?
অনেকের বদনে বর্ণনে হ্যাঁ তাই তো!
সাধু কহে, "ওহে ইহাই তো ইহতত্ত্ব"।
কৌতূহলে সকলে সাধুর বাক্যালাপে,
জিজ্ঞাসে প্রশ্নবান পরস্পর সমীপে-
"কে গো সাধু তুমি শুধু আমি-আমি জপে,
ভ্রমিছ মনুর মনে দোর্দন্ড প্রতাপে"?
সত্য উপাত্ত বলে কৌশলে বিস্তারিত,-
"স্ব-ধ্যানে রত, সেই শুদ্ধ সাধুর মতো!
সাধুর শুদ্ধতায় আত্মিক আত্মীয়তা,
আত্মিক সখ্যতায় সামাজিক একতা-
সামাজিক ঐক্যে জন-মনে নিরাপত্তা,
অভয় চারণে গড়ে গৌড়ীয় সভ্যতা"!