জাগো ওঠো-
    হও রণ-বীর!


হও যেমন-
    তেজ রবির!
আলোর ছটায় বিশ্ব মাতায়-
     আপন মহিমায় ঊর্ধ্বে দাঁড়ায়-
          নত মস্তকে সকলেই ঝোঁকে-
                    পরিচয় লাভে স্থবির!
সূর্য তেজে বিশ্ব মাঝে-
      সকল প্রাণে উৎসব আনে-
            গৌরাঙ্গ বলে হোলি খেলে-
                    অঙ্গে মেখে আবির!
হও চঞ্চল-
   যেমন চলা কুমারীর!
ষোড়শী যেমন করে উদ্বোধন-
     চলনে-চাহনে চিত্তের বিনোদন-
          মানব মননে সর্বদা বয়ে আনে-
                    ভাবধারা শান্তির!
সকল হৃদে রমণীয় ছন্দে-
     বিরাজে সতী পরম আনন্দে-
          দিবস শেষে সন্ধ্যার আকাশে-
                    দশা নাশে শনির!
আনো সেই সম্মান,
       স্ত্রী যথা অম্লান-
            অনুগত স্বামীর!
সকল কাজে সংসার মাঝে-
      কর্মী সেজে বিস্তৃত সমাজে-
            হেন স্বভাবে বিশ্বের সবে-
                  পরিচয় লাভে জ্ঞানীর!
সংসার সেরে ঋষি দুয়ারে-
       বসে নীরবে গভীরে ডুবে-
            জপমালা দক্ষিণ হস্তে-
                 বদনে ওঁ নমোহস্ত তে,
              দিব্য ভাবে যোগী-ধ্যানীর!
প্রাপ্ত করো যশ-
          খ্যাতি জ্বালো,
চাঁদ যথা জ্যোৎস্নায়-
          করে আলো,
                বুক এই ধরণীর!
পূর্ণিমা তিথিতে-
     চাঁদনী নিশিথে,
তৃষাতুর চকোর-
     জ্যোৎস্নায় বিভোর,
আধারে ধায়-
     সংগীত গায়,
             জ্যোৎস্না রাতির!
তব ললাট নিম্নে-
     যুগল চক্ষু ধ্যানে,
             রাখো সদা স্থির!
তব চিন্তা দাও এঁকে-
     শ্রীকৃষ্ণ-শ্রীরাম বক্ষে,
            ভাব রেখে গভীর!
শাস্ত্র সত্য বাণী-
      মন্ত্র রূপ জানি,
সুউচ্চ স্বরে-
      ত্রিদেব স্মরে,
          পাঠ দানো পূজারীর!
তব নাম ইতিহাস নীড়ে-
   লিখে রাখো রুক্ষ বক্ষ চিরে,
            কৃপণ এই পৃথ্বীর!
বিশ্ব ছাড়ায়ে একা-
        উন্নত করো সখা,
               তব দিব্য সূর্যশির!
জাগো ওঠো-
     হও রণ-বীর!
-----০-----