শ্রাবণীর এ অঝর ঘন বরষায় -
চারিদিক প্লাবিত অথৈ জলধারায়,
জলমগ্ন নদ-নদী নীর নিরবধি -
চলিছে দূরান্তে ছুটে যেথায় জলধি!
এরূপ বর্ষায় উঠেছি স্বপ্ন ডিঙ্গায় -
ভাসাই তরী অকূল নীল দরিয়ায়,
কি করিয়া এ দরিয়া দিব আমি পাড়ি -
সঙ্গে যে আমি আমার অর্ধ-সাঙ্গ তরী,
আছি এ চিন্তায় কবে ভিড়ায় আমায় -
কল্পনায় জ্ঞাত নিয়তির ঐ ডাঙ্গায়!


বাস্তবতা - কাল-স্রোতে নিয়ত নিয়তি -
চলিছে কর্মের পিছে ধরি মৌন বৃত্তি,
শুভাশুভ কর্ম নিষ্ঠায় প্রতিষ্ঠা পায় -
সৌভাগ্য-দুর্ভাগ্য বিশ্ব সংসার সভায়!
                --০--