গরল ব্যাধির ঐ সরল সমাধান-
হোমিওপ্যাথির সর্বজনীন বিধান,
আরোগ্যে ব্যস্ত আমাদের মামা প্রধান-
পদবী তাঁর ডাক্তার প্রসেন বিদ্বান।


মেজো মামা ছিলেন এডভোকেট পাশ-
দৈবিক ছিল তাঁহার প্রতিভার ত্রাস,
কৌঁসুলি দখলে কৌশলে অন্যের খাস-
স্ব স্ব স্বত্ব রক্ষার্থে আর্তে তাঁর বিনাশ।


দর্জি মামার অভিনব দৈন্য স্বভাব-
সকলে বলে, " আহা কি কঠিন অভাব "!
স্বজন জানে তাহার আজগুবি ভাব-
মননে কূট বদনে ঝুট্ ছয়লাব।


যদিও মামারা তাঁদের মতো তাঁহারা-
প্রণমি সর্বে ভাগিনা-ভাগিনী আমরা!
             ----০----