কথা অমৃত বারি-
ঝরে গো ঝিরিঝিরি,
শ্রুত গুণে তারই-
মোহিত শুধু নারী!


অমৃতে অমরত্ব-
সকলেই যে জ্ঞাত!
ওরে তাইতো-
সুধার খোঁজে,
সবাই মজে!


কেবল নরগণে না বোঝে-
ব্যস্ত তারা সদা বৈরী কাজে!
সৃষ্টি বিনাশে বেড়ায় সেজে-
আপন আপন ডঙ্কা বেজে!


জগৎ যজ্ঞে-
এই সুযোগে,
প্রকৃতির বিরাগে-
ব্যাধিরা ওঠে জেগে!
মৃত্যুসম নানা ব্যাধি-
তাড়াকরে নিরবধি!
করিতে হরণ-
শুধু নরগণ!


সমাজ সংসারে তাই আজ-
ব্যস্ত নারীর মুক্ত বিরাজ!
ঐতিহ্যের ঐ দুর্লভ সাজ-
হয়েছে সে চির বাসি আজ!


স্বাধীন রমণীর ধীর চলন দেখে-
নাবালকেরাও প্রায় কামনায় ঝোঁকে!
কামের বশে হর্ষে কামাতুর পুরুষ-
দেহ-পরম্পরা সৃজনে সদা বেহুঁশ!
             ----০----