পথের পাঁচালী প্রথম রূপালী শিল্প -
সাদা-কালোয় বাঁধা হলো বাংলার গল্প,
তব নিপুণতায় অপু বিশ্ব সভায় -
সমাদৃত স্বীকৃত হলো শিল্পকলায়।
একে একে প্রতিভাত প্রতিভার ক্রম -
চিত্র-কলায় তব প্রভূত পরাক্রম।
বাংলার পাঠক-প্রিয় ফেলুদা চরিত্র -
প্রখর মেধাবী গোয়েন্দা প্রদোষ মিত্র।
প্রোফেসর শঙ্কুর বৈজ্ঞানিক সন্ধান -
অসংখ্য পাঠক পায় সূক্ষ্ম শিক্ষা জ্ঞান।
তোমার শিল্প শৈলীর শৈল্পিক ছোঁয়ায় -
ধন্য তারুণ্য হে প্রিয় সত্যজিৎ রায়,
জন্মশতবর্ষে বিনম্র শ্রদ্ধা জানাই -
বাংলার আপামর জন-গণ সবাই !
               --০--