হে সংস্কৃতি পতিত জনে দাও স্বীকৃতি!
তোমার ঐশী ভুবনে - যেমতি ভ্রমণে-
সত্যব্রত-ভজনে ঐ যে তাপসীগণে,
শখের হাটে গায় স্ব-মহিমায় গীতি।
রূপালি পর্দার হাতছানি নেয় টানি-
সর্ব-চিত্ত করি আপ্লুত ভুলায় গ্লানি।
ষড়ঋতু অন্তে বসন্তে চৈতি হাওয়া-
প্রাণেশে মিশে সংস্কৃতি স্পর্শে হৃদ ছোঁয়া।


জানি যোগ্য যাঁরা তাঁদের দাও গো সাড়া!
পুষ্পিত কাননে যথা ভ্রমর গুঞ্জনে-
আপনি মুগ্ধ হও যোগ্যতার দর্পনে,
উক্ত পণে তোরা মুক্ত মনে চল্ ত্বরা।
খোকার মায়ায় শ্রীমাতা যথা প্র-ন্যুব্জ-
সংস্কৃতি সম্পাত হৃদে ঊর্মি ছন্দে ন্যায্য।
               ----০----


শব্দার্থ :-
# ঐশী ভুবন = পবিত্র ধাম / আনন্দ ধাম।
# সত্যব্রত-ভজন = সত্যের উপাসনা।
# তাপসী / তাপস = তপস্বিনী / তপস্বী।
# শখের হাট = সংস্কৃতি অঙ্গন।
# স্ব-মহিমায় = আপন যোগ্যতায়।
# রূপালি পর্দা = চলচ্চিত্র / সিনেমা।
# প্রাণেশে মিশে = প্রাণের সাথে  মিশে।
# যোগ্যতার দর্পন = কর্ম দক্ষতার মাধ্যমে নিজেকে বিচার করা।
# খোকা = সন্তান।
# মায়া = আদর-স্নেহ।
# প্র- = অত্যধিক / অত্যন্ত / খুবই।
# ন্যুব্জ = নমিত / নত।
# সংস্কৃতি সম্পাত হৃদে  = সংস্কৃতি প্রবেশ হও হৃদয়ে  / প্রবেশ করো হৃদয়ে।
# ঊর্মি ছন্দে = সমুদ্রের অবিরাম ঢেউয়ের ছন্দে।
# ন্যায্য = ব্যক্তির যোগ্যতার অনুপাতে।
                  ---০---