জীবন জমিন চাষে-
থাকি সুদূর প্রবাসে,
স্বদেশ প্রীতি উন্মেষে-
স্ব-সংস্কৃতি ভালোবেসে!


কারো প্রণয় উন্মুক্ত-
কারো অন্তরে জাগ্রত,
কেহ দর্শনে আপ্লুত-
কেহ কর্মে নিয়োজিত! ...


কারো উপস্থাপন মুখে-
কেহ বহু কাব্য লিখে,
কেহ চিত্রকর্ম এঁকে,
কারো গীতিময় বাক্যে! ...


কেহ নিজের অজান্তে,
কেহ কত ভেবে-চিন্তে-
স্বদেশের প্রেমে মাতে!
কেহ বা প্রবাসে, রাতে-
ঘুমো ঘোরে স্বপ্নে হেসে-
বলে সে কবে যে আসে-
আবার ফিরে স্বদেশে,
জন্মভূমি ভালোবাসে!


স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ-
হৃদয়ে নেইকো দ্বন্দ্ব.
স্বদেশ হবে সমৃদ্ধ-
সকলে প্রতিজ্ঞা বদ্ধ!


সবাই স্বদেশ ভালোবাসি-
উৎসবের আমেজে প্রকাশি,
ওরাও স্বদেশ ভালোবাসে-
আছে যাঁরা ঐ দূর প্রবাসে!
          --০--