ব্যতিক্রমী এক ব্যক্তির সঙ্গে -
দৈবাৎ ঘটিল সাক্ষাৎ আজ,
সত্য প্রমাণ যুক্ত অঙ্গে-অঙ্গে -
তথাপি না বুঝে পাপী সমাজ!


বর্তমান সমাজ প্রথা, যথা -
আত্ম-চিন্তায় সবাইকে ভোলো -
স্বার্থ-খাতিরে পরস্পরে চলো-
আপনজনেরে ঐ দূরে ঠেলো-
লাভের আশায় সু-বাক্য বলো-
অন্যের উন্নয়নে মন কালো-
সুযোগ বুঝে-বুঝে ফাঁদে ফেলো -
ইত্যাদি! ইত্যাদি! দেখিয়া কাঁদি...


তারই মাঝে হঠাৎ উপলব্ধি,
তপন যথা সেই তপ্ত আদি -
দিব্য জ্যোতি তাঁর বিলায় যদি,
ধরায় জীবের মিলায় ব্যাধি!
তেমনি তুমি মানব ঔষধি!
আঘাত হানো সদা নিরবধি -
প্রচার করে যারা কূট্-বুদ্ধি -
সুস্থ সমাজে আজও অবধি!


হৃদয়ে তব নব সত্য জ্বেলে,
সমুচ্চ শিরে একাকী চলিলে -
বজ্র-ধ্বনি ঐ কণ্ঠে উচ্চারিলে,
নতমস্তকে নীরব সকলে!


ধূমকেতু সম ক্ষণিক দেখা,
টনক নাড়ি করো বকাঝকা -
সমানে-অসমানে পুণ্য মনে,
বুঝিলাম তুমি সত্যের সনে -
বাঁধিয়াছ অক্ষয় সুখ-নীড়,
তাই বুঝি করিছ বিড়বিড়!


জীবনের সার সত্য-আধার -
বৃক্ষ যথা সন্তান মৃত্তিকার,
পিতার দ্বারা পুত্রের প্রচার -
সত্য তথা মহামান্য সবার!


তেমনি আভাস পায় প্রকাশ,
ঐ তব শুভ শ্রীমুখে-নিঃসৃত -
সুকঠোর বাক্যে ঝরে অমৃত,
শ্রবণে হয় তাপ-ত্রয় নাশ!


তোমার অমৃত বাণীর রাগে -
সত্যের তীব্র ক্ষুধা শীঘ্র জাগে,
ব্যতিক্রমী বাক্যের অনুরাগে -
ব্যক্তিবর্গ সত্যের অর্ঘ্য মাগে!


জীবিকা রক্ষায় কর্ম-বন্ধন -
পারেনি তোমা করিতে আপন,
তব কর্ম সত্য ধর্ম স্থাপন-
স্বাধীন তোমার পদ-চারণ!


তোমার সর্বদা দীপ্ত বিহার -
এ যেন গীতার বাণী প্রচার,
শুদ্ধি হয় জগৎময় আত্মার -
শ্রবণে সেই বাণীর প্রহার!


তোমারে তাই আমরা সবাই -
এই প্রার্থনা সর্বদা জানাই,
পাপের দ্বারা ঐ পতিত যারা -
আছে নিয়ত যতো সর্বহারা,
সত্যের দ্বারা তাড়াও আধাঁর -
করো সুষম শান্তির প্রচার!


শান্তির অশেষ কঠিন নাম, -
ত্রেতায় দশরথ পুত্র রাম,
দ্বাপরে রাধে-কৃষ্ণ-বলরাম,
কলিতে গৌর মুখে হরিনাম,
অদ্য তোমাকেই শুদ্ধ পেলাম -
কায়মনোবাক্যে করি প্রণাম!
           ---০---