************


তুই আমার কোল বালিশ হবি!
যখন আমার ভাল্লাগবে না,
জড়িয়ে ধরে বুকের সাথে
রোজ রাত্তিরে ঘুম পাড়াবি।


তুই আমার টাওয়াল হবি!
মাঝ দুপুরে যখন ঘামে জর্জরিত হয়ে শরীর ভিজে টুপটুপ হবে;
আলতো চাপে মুছিয়ে দিবি!


তুই আমার রান্না ঘরে exhaled  ফ্যান হবি!?
চুলোর তাপে যখন শরীর  জ্বালা করবে,
গরম হাওয়া তাড়িয়ে দিয়ে শীতলতায় ভরিয়ে দিবি।


তুই আমার শীতের
রাতে কাঁথা হবি!
আলিঙ্গনের উষ্ণতায়
আমার যত শীত তাড়াবি।


তুই আমার সাজঘরে আয়না হবি!
এক পলকে তাকিয়ে থেকে  ভেতরটা আমার দেখে নিবি!!
কি যাতনায় আর অবহেলায়
যাচ্ছে দিবস, কাটছে নিশি।


জোহরা খাতুন রোজ
২৩.৯.১৭
৮ আশ্বিন ১৪২৪
সন্ধ্যা  ৭.২০  pm