********************
তোর অবহেলা গায়ে আর মাখাবো না
তোর ঘৃণার পাত্রী হয়ে থাকবো না!
করেছিস তুই অবহেলা যত,
দূরে চলে গেছি আমি যে তত।


করেছিস অপমান দিয়ে যত অপবাদ,
মানিস নি কভু আমি যে নিরঅপরাধ।
বুঝবি যেদিন আমি যে ছিলাম তোর কে!
সেদিন আমায় চাইলেও খু্ঁজে পাবি নে।


করে কত আশা দিয়ে ভালবাসা বেঁধেছিলাম ঘর।
সেই তুই আজ দিয়ে অপবাদ হয়ে গেলি পর।


যুগের পর যুগ দিলি শুধু দুখ
দিন করেছি গত, কত শত শত
অকাতরে সয়ে, দুঃখ ব্যথা যত।


বলেছি বিধাতায়, ধৈর্য দাও আমায়।
সইতে পারি যেন, কষ্ট পর্বতসম।
ধৈর্যের সীমা ভেঙে হয়েছে যে চূর
ভালবাসা মন থেকে হয়ে গেছে দূর।


অসীম ধৈর্যের কাছে মানুষ যে সসীম হায়!
সময় যে তায় ভেঙে দিয়ে যায়,
ভালবাসার সুখ স্বর্গ।


আমি যে সরল মনেতে গড়ল ছিলনা কভু।
তুই কেন হায় বুঝলি না আমায়,
দম্ভ ভরে করেছিস শুধুই অনর্গল তর্ক।


তোর সীমানা ছেড়ে চলে গেলাম দূরে
আর পাবি নে কভু,
এই দোয়া মোর বেঁধে নয়া ঘর
সুখে থাক শুধু!!


           জোহরা খাতুন রোজ
              ৬/৮/২০১৭