মাগো তোমায় ভেবে আমি
                     কাঁদি চুপিসারে,
একলা করে এই জগতে
                    গেলে পরপারে।


তোমার শাড়ি তোমার চুড়ি
                   তেমনি আছে পড়ে,
শুধু তুমি নেইকো মাগো
                   এ ভব সংসারে।


মনে পড়ে শীতের ভোরে
                     রসে ভরা চিতই,
ভাই বোনেরা মজা করে
                   খেতাম যে কতই।


তোমার হাতের রান্না মাগো
            ছিল  চমৎকার,
এমন মধুর রান্নার স্বাদ
            পাইনা এখন আর।


মাগো তুমি কেন গেলে
               একলা ফেলে মোরে,
তোমার স্মৃতি কাঁদায় শুধু
                 সন্ধ্যা-নিশি-ভোরে।


তোমার মায়া তোমার শাসন
                  খুব যে মনে পড়ে,
তোমার সকল স্মৃতি এখন
                    অশ্রু হয়ে ঝরে।


মা যে আমার জনম দুখী
                    ওগো দয়াময়,
আমার মায়ের ভাগ্যে যেন
                    স্বর্গ লেখা হয়।


    ১৭.১২.১৭