আমি স্বাধীনতা বলছি
সবার প্রিয় আমি,  
কোন রত্ন নই তবুও
আমি কত দামি।


আমি যে আকাঙ্খার ধন
শতজনমের কাম্য।
আমায় পেতে যুগে যুগে
গড়েছো কত সাম্য।


করেছো কত ত্যাগ আর
কত জীবন দিয়েছো,
আমায় পেতে তোমরা
কত জীবন নিয়েছো।


কত প্রাণ দিয়ে আর
করে কত আন্দোলন,
বুঝেছো তোমরা সবাই
আমি কত প্রয়োজন।


বহু ত্যাগের বিনিময়ে যে
এলাম তোমাদের দ্বারে,
অপব্যবহার করেছো আমায়
তোমরা বারে বারে।


ধিক আজ দেই নিজেকে
আমি যে শতবার,
অাফসোস! পরাধীন হও
তোমরা না আবার!!


১০/১২/১৭