অতীত বড় কষ্টকর
সেতো আমি জানি
জেনে বুঝে কেন আমি
তারে কাছে টানি।


ভাবি যবে অতীত স্মৃতি
ব্যথায় ভরে মন,
তবুও তারে অবসরে
করি যে স্মরণ।


যা গেছে তা দুঃখ ছাড়া
দেয়নি কভু সুখ,
সুখের বড় পোড়া কপাল
থাকে যে উন্মুখ।


মিঠা মিঠা কষ্ট লাগে
অতীত ভাবি যদি,
ইচ্ছে করেই পোষণ করি
চাইনা তারে বধি।


এ যেন এক ভাল লাগা
অতীত লালন করা,
ইচ্ছে করেই কষ্টটাকে
বুকে ধারন করা।


১৬/৯/১৮
রবিবার