★★★★★★★★


এই যে আমি আমার আমি
আমার কাছে,ভীষণ দামি।


কে কি বলে, কেন যে বলে
আমার পিছে,যে যা বলে!


না-ই বা ভাল, বাসলো কেউ,
থাক না বুকে, ব্যথার ঢেউ।


কেউ না বাসুক, ভাল আমায়,
তাতে বল,কি আসে যায়?


একলা আমি ঘরে-বাইরে,
এতে কোন  দুঃখ নাইরে।


কাব্যে গাঁথি মনের কথা ছন্দ করে
একা থেকেও একলা নই বন্ধ ঘরে।


আলো জ্বালি মনের কোণে অন্ধকারে।
কেউ না আসুক, থাকবো একা বন্ধ দ্বারে।
৪/৩/১৮
রবিবার