***************
যদি তুমি হতে চাও
সবার চে' বড়,
তবে তুমি পড়।


পড়ালেখা করেই তুমি
হবে অনেক বড়,
তবে তুমি পড়।


জ্ঞানীগুণী এই জগতে
অাছে যারা বড়,
তাদের মত পড়।


কেমন করে পাখি ওড়ে
মেঘ উড়ে যায় দূরে,
কেমন করে বৃষ্টি পড়ে
পাতা কেন নড়ে?
জানতে হলে পরে
পড়ালেখা কর।
বই তুমি পড়।


কেমন করে সাগর জলে
জাহাজগুলো চড়ে,
গগন জুড়ে কেমন করে
উড়োজাহাজ ওড়ে?
জানতে হলে পরে
পড়ালেখা কর
বই তুমি পড়।


সূর্য কেন ভোরে ওঠে
সন্ধ্যায় যায় পাটে,
চাঁদটা কেন দেখি রাতে
কাজল দিঘির ঘাটে?
জানতে হলে পরে
পড়ালেখা কর
বই তুমি পড়।
*********