*****************
এটা ভালবাসা কি না জানি না,
তোমার কথা ভাবলেই
চারপাশটা শিহরিত হয়।
বিগলিত হয় তনুমন।


জানি না এটা ভালবাসা কি না
তোমাকে একনজর দেখলেই
শীতলতায় আচ্ছন্ন হয় পৃথিবীটা
থমকে যায় সময়ের কাঁটা।


এটা ভালবাসা কি না জানি না,
তোমার একটু হাসিতে
পৃথিবীর সমস্ত ফুল এক সাথে হেসে ওঠে!
কিচির মিচির করে পক্ষীকুল।


এটা ভালবাসা কি না জানি না,
প্রিয় সব নাম ধরে ডকো যখন
বুকের ভেতর ভিসুবিয়াস জেগে ওঠে।
অগ্নুৎপাত ঘটে  নীরবে নীরবে।


এটা ভালবাসা কি না জানি না
তোমার একটু হাসির ঝলকানিতে
শিরায় উপশিরায় প্রবাহ বেড়ে যায় যেন
সুনামি শুরু হয় অন্তঃপুরে।


এটা কে ভালবাসা বলে কি না জানি না
অনেক খানি ছুঁয়ে যাও
কোন ছোঁয়া না দিয়ে
বয়ে যাও গহীনের ধারা হয়ে।


এটা ভালবাসা কি না জানি না
শুষ্ক চড়ভূমি প্লাবিত করে দাও
নিরবে নিভৃতে রয়ে যাও
বর্ষিত হও কি যে অঝোরে
তুমি নিজেও তা জানো না।


*************************


# জোহরা খাতুন #
৬/৬/১৭