💜এবার তোরা ফিরে আয়💜
>>>>>>>>>*<<<<<<<<<<<
ঘরে ফিরে আয়রে সোনা
ঘরে ফিরে আয়,
তোদের রক্ত দেখে আমার
কলজে ফেটে যায়,


রাক্ষস আর দানবের আজ
বিচার করবে কে,
বিচার তোরা চাইতে গিয়ে
লাশ হবি যে।


আয় না সোনা ফিরে এবার
ঘরে কাঁদে মায়,
তোদের ন্যায্য দাবিগুলো
রক্তে মিশে যায়।


নেতা আর নীতিগুলোর
খুলবে বিবেক যবে
দেখবি চেয়ে নিয়ম মেনে
চলবে সেদিন সবে।


আর চাই না বাহান্ন
চাই না উনসত্তর,
ছেষট্টিও চাই না আর,
চাই না একাত্তর।


বীর যোদ্ধা আছে যেমন
আছে রাজাকার,
ফিরে এবার আয় তোরা
করছি হাহাকার।


জোহরা খাতুন
৪/৮/১৮