#জ্ঞানপাপী
#জোহরা_খাতুন
****************
নিজেরে সে জ্ঞানী ভাবে
আসলে মহা মূর্খ,
সব জায়গায় মান হারায়
করে বৃথা তর্ক।


বাহিরে যা দেখ তারে
ভেতরে তার উল্টা,
দোষ তার ধরে দেখ
পাবে তার ফলটা।


শক্তের ভক্ত যে সে
নরমেরও যম,
সামনে যেমন দেখ তারে
পিছনে তার কম।


উপরের লেবাশটা তার
ভভ্র ও সততার,
ভেতরটা যে গোলমেলে
না জানি কত তার!


দাড়ি মুখে নামাজ পড়ে
ঈমানী লেবাশে,
কূটবুদ্ধি চতুরতায়
চেন তুমি কে বা সে?


তোমাকে যা দেখায় সে
নয় তা আসলে,
বারিরূপ তরল সে
মিশে যায় সকলে।


জেনে রেখো এমন লোক
বন্ধু কারো হয় না,
নিজের লাভ ভাল বোঝে
কারো ভাল সয় না।


*******************
২৬/১০/১৮