💜💜💜💜💜💜💜💜
----------------
হেমন্তেরই মাঠে  আমার
চোখ যতদূর যায়,
হলুদ-সবুজ রঙে কেবল
হৃদয় যে  হারায়।


মাঠে ঘাটে  সবখানেতে
ফুল ফসলের ঘ্রাণ,
শিশির ভেজা পরশ পেয়ে
জুড়ায় আমার প্রাণ।


আয়গো সখী সবাই মিলে
শিশির ধোয়া ক্ষেতে,
হিমেল হাওয়ার পরশ নিয়ে
হর্ষে উঠি মেতে।


হিম জড়ানো সাঁঝের বেলায়
শিশির জমে ঘাসে,
নীল আকাশে সারাটা রাত
পূর্ণিমাচাঁদ ভাসে।


এমন  সময় হলদে মাঠে
সেজে কৃষ্ণ-রাধা,
মটরশুটি পুড়িয়ে খেতে
শুনবে কে কার বাধা?


পিঠা পুলির ধূম লেগে যায়
হেমন্তেরই দিনে,
রাতগুলো যে হয়রে বিরস
জারি সারি বিনে।


সোনার  বরণ  নতুন  ধানে
ভরবে গোলা-ঘর,
শীতর বুড়ি আসার আগেই
পাই যে অবসর।
---------------------
১৮/১০/১৮